
ছবি সংগৃহীত
গুণের ফল করমচা
প্রকাশিত: ০২ জুন ২০১৩, ০৯:২৬
আপডেট: ০২ জুন ২০১৩, ০৯:২৬
আপডেট: ০২ জুন ২০১৩, ০৯:২৬
করমচা - ভীষণ টক স্বাদের এই ফলটি আমাদের দেশের গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয় হলেও শহুরে বাজারে এর দেখা খুব কম মেলে। গ্রীষ্মের শেষ এবং বর্ষা শুরুর সন্ধিক্ষণে পথে-ঘাটে বিক্রেতার ডালায় দেখতে পাওয়া যায় করমচা। টক স্বাদের বলে লবণ দিয়ে মাখিয়ে করমচা খেতে ভীষণ ভালো লাগে। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও করমচা আমাদের দেশে মোটামুটি অবহেলিতই বলা চলে!
.jpg)

- করমচাতে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই। তাই ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল খুব উপকারী।
- করমচা ওজন কমাতেও সাহায্য করে।
- ভিটামিন সি-তে ভরপুর করমচা খাবারে রুচি বাড়ায়। মৌসুমী সর্দি-জ্বর নিরাময়ে সাহায্য করে। স্কাভি, দাঁত ও মাঢ়ির নানা রোগ প্রতিরোধে করমচা সাহায্য করে।

- করমচাতে উপস্থিত ভিটামিন বি গায়ের চুলকানিসহ ত্বকের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে।
- করমচা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও করমচা সাহায্য করে।
- যকৃত ও কিডনীর রোগ প্রতিরোধে করমচা সহায়তা করে। এর পটাশিয়াম শরীরের দূষণ বহিষ্কারকরণে সহায়তা করে।
- করমচা কৃমিনাশক হিসেবেও কাজ করে। এছাড়া পেটের নানা অসুখ নিরাময়েও করমচা উপকারী।
- শরীরের ক্লান্তি ও বার বার হাই তোলা থেকে মুক্তি পাবার জন্য করমচার রস বেশ কাজে দেয়।
- বাতরোগ ও ব্যথাজনিত জ্বর নিরাময়ে করমচা খুব উপকারী।
- করমচাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই উপকারী।
- করমচার কার্বোহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে।

- করমচা গাছের পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর দ্রুত নিরাময় হয়।
- করমচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময়ে উপকারী ক্যারিসোন, বিটাস্টেরল, ট্রাইটারপিন, ক্যারিনডোনা ও লিগনাম।
- কাঁচা ফলের রস কৃমিনাশক হিসেবে কাজ করে।
৭ ঘণ্টা, ২৫ মিনিট আগে
৭ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
ঢাকা পোষ্ট
| গোপালগঞ্জ
৭ ঘণ্টা, ৪০ মিনিট আগে
৯ ঘণ্টা, ৩০ মিনিট আগে
৯ ঘণ্টা, ৩২ মিনিট আগে
৯ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১১ ঘণ্টা, ৯ মিনিট আগে
১১ ঘণ্টা, ১৬ মিনিট আগে