সোশ্যাল মিডিয়া সন্তান-অভিভাবক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ২০:১৬

সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।


যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার গবেষক লিজ রবিনসনের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, যেসব অভিভাবক দৈনন্দিন জীবনে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটান, তারা সন্তানদের সঙ্গে খেলার সময় তুলনামূলকভাবে ২৯ শতাংশ কম কথা বলেন। এ গবেষণাটি ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ডিজিটাল মিডিয়া অ্যান্ড ডেভেলপিং মাইন্ডস ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কংগ্রেস’–এ উপস্থাপন করা হবে।


গবেষণায় ৬৫ জন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুর সঙ্গে তাদের মায়েদের আচরণ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, যারা দৈনিক গড়ে ১৬৯ মিনিট সোশ্যাল মিডিয়ায় থাকেন, তারা সন্তানদের সঙ্গে যোগাযোগে বা কথা বলায় অনাগ্রহী ছিলেন। অন্যদিকে, যেসব মা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন গড়ে মাত্র ২১ মিনিট, তাদের মধ্যে সন্তানদের সঙ্গে বেশি কথা বলার প্রবণতা দেখা গেছে।


মনযোগ হারাচ্ছে বাবা-মা


গবেষণা এখনো কোনো জার্নালে প্রকাশিত না হলেও শিশু ও প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চিলড্রেন অ্যান্ড স্ক্রিনস–এর নির্বাহী পরিচালক ক্রিস পেরি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ফোন হাতে না থাকলেও মন অন্যত্র থাকে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় আমরা বাস্তবে উপস্থিত থাকলেও মানসিকভাবে উপস্থিত না-ও থাকতে পারি।’



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও