তেলাপোকা তাড়ানোর ৭ উপায় জেনে নিন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ২০:১৮

রান্নাঘর বা ঘরের কোণে তেলাপোকার আনাগোনা বেড়েছে? সিঙ্কের নিচে, বিছানার কোণে কিংবা দেয়ালের ফাটলের মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিরক্তিকর তেলাপোকা। কেমিক্যালযুক্ত ঔষধের পরিবর্তে হাতের কাছে থাকা কয়েকটি উপাদানের সাহায্যে দূর করতে পারেন তেলাপোকা। 



  • তেলাপোকা চিনি এবং স্টার্চযুক্ত খাবার পছন্দ করে। তাই চিনির সাথে বেকিং সোডা মিশিয়ে রান্নাঘরের কোণে বা বাড়ির অন্যান্য অংশে ছিটিয়ে দিন। তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার কারণে মারা যাবে।

  • রসুন এবং পেঁয়াজে সালফার যৌগ এবং তীব্র গন্ধ থাকে যা তেলাপোকা তাড়াতে সাহায্য করে। গোলমরিচে ক্যাপসাইসিন থাকে, যা তেলাপোকা দূর করে। এই তিন উপাদানের মিশ্রণ স্প্রে বোতলে নিয়ে স্প্রে করুন তেলাপোকা আছে এমন স্থানে। 

  • বোরিক অ্যাসিড জেল এবং পাউডার আকারে পাওয়া যায়। এগুলো তেলাপোকা দূর করতে দারুণ কার্যকর। বোরিক অ্যাসিড ও চিনি একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন তেলাপোকার বাসা বাধার স্থানে।

  • একটি লেবুর রস, ২ টেবিল চামচ বেকিং সোডা ও ১ লিটার গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। দ্রবণটি স্প্রে করে দিন সেসব জায়গায় যেখানে তেলাপোকার আনাগোনা বেশি।

  • নিম পাতা ছড়িয়ে দিন ঘর ও রান্নাঘরের আনাচেকানাচে। তিন দিন পর সরিয়ে ফেলুন। নিম অয়েলের সঙ্গে গরম পানি মিশিয়ে স্প্রে করলেও উপকার পাবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও