ছবি সংগৃহীত

এখন থেকে আপনার এন্ড্রয়েড মোবাইল বাংলায় সময় বলে দিবে

Kaysarul
লেখক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৪, ১২:৫৫
আপডেট: ১৮ নভেম্বর ২০১৪, ১২:৫৫

আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন ? আসা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন । আপনার কম্পিউটারে বাংলায় সময় বলার জন্য ঘড়ি আছে কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য বাংলায় সময় বলার জন্য কোন ঘড়ি এতদিন ছিল না । এরকম একটি এ্যাপলিকেশন খুজছিলাম ইংরেজি বা অন্য ভাষার জন্য ছিল বাংলায় পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এই "বাংলা ভয়েস ঘড়ি" ব্যবহারের মাধ্যমে বাংলায় ঘড়ির সময় জানতে পারবেন । কী কী সুবিধা থাকছে এই ঘড়িটিতেঃ

  • বাংলাতে অটোমেটিক সময় বলে দেবে।
  • ২৪ ঘণ্টার প্রতি মিনিটে সময় বলে দিতে সক্ষম।
  • সময় বলার আগে আপনাকে সালাম দিবে।
  • নির্দিষ্ট সময় চাইলে সময় বলা বন্ধ রাখতে পারবেন।
  • সর্বোচ্চ কাষ্টমাইজেশন সুবিধা ।
এটি এলার্ম ঘড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমার জানামতে এটি বাংলাদেশের প্রথম বাংলা টকিং ক্লক ( আপনার জানা অন্য কোন বাংলা টকিং এ্যাপলিকেশন থাকলে আমাকে জানাবেন) জিঞ্জার ব্রেড সহ সকল ভার্সনেই সার্পোটেড। শুরুতে আপনার ইচ্ছামত সাউন্ড যুক্ত করতে পারবেন। এছাড়াও এতে আরেো অনেক সুবিধা আছে । ব্যবহার করলেই বুঝতে পারবেন । আসুন এবার কিছু ব্যবহার নিয়ম নীতি দেখে নেই। কত মিনিট পরপর সময় বলবে তা নির্ধারণ করুন >সেটিংস>মুল সেটিং> মিনিট অন্তর অন্তর সময় বল> (১-৫৯ মিনিট পর্যন্ত) । মেনুয়ালি সময় শুনতে হলে উপরে ডান দিকে স্পিকারে চাপুন । এখন কথা হল প্রতিবার সালাম শুনতে শুনতে হয়তো বিরক্তবোধ হতে পারে তাই এটি বন্ধ করতে নীচের সেটিং করুন। সেটিংস/স্পিকিং ক্লক সেটিং > এ গিয়ে “শুরুতেই সংকেত প্লে করুন” হতে ঠিক চিহ্নটি উঠিয়ে দিন। এ্যাপলিকেশন টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন । Blog Shikhun ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত । আল্লাহ হাফেজ ।