
অনলাইনে কনটেন্ট নির্মাতাদের আয় কমছে, হুমকিতে ইন্টারনেটে আয়ের কাঠামো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সার্চ ইঞ্জিনের ‘জিরো ক্লিক’ পদ্ধতি কনটেন্ট নির্মাতাদের প্রচলিত আয়ের কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নতুন এ পদ্ধতি ইন্টারনেটে কাজের ধরন ও অনলাইনে অর্থ আয়ের প্রচলিত পদ্ধতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে বলে জানিয়েছেন ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাথিউ প্রিন্স।
সম্প্রতি কাউন্সিল অন ফরেন রিলেশনসে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ প্রিন্স বলেন, অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরন বদলে যাওয়ায় ওয়েবসাইটগুলো আগের মতো দর্শক পাচ্ছে না। এতে আয় কমে যাচ্ছে কনটেন্ট নির্মাতাদের। ওয়েবের আয়কাঠামো দেড় দশক ধরে নির্ভর করছে অনলাইন সার্চের ওপর; অর্থাৎ অনলাইনের অধিকাংশ কর্মকাণ্ডের পেছনে ছিল সার্চ ইঞ্জিন। একসময় গুগলে কিছু সার্চ করলে ব্যবহারকারীকে পাঠানো হতো সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এটা ছিল একধরনের ভারসাম্যপূর্ণ বিনিময়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কনটেন্ট
- কনটেন্ট ক্রিয়েটর