সিলেটে ভাই হত্যায় ভাইয়ের ফাঁসির রায়

মানবজমিন প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০০:০০

সিলেটের জকিগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় ছোট ভাইয়ের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাকির হোসেন জকিগঞ্জ পৌর শহরের কেছরি গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে। আইনজীবীরা জানিয়েছেন- সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯শে আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎভাই জাকির হোসেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা। হত্যাকাণ্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে জকিগঞ্জ থানায় মামলা করেন। সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানিয়েছেন- রোববার আদালত জাকির হোসেনের ফাঁসি ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও