![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/03/06/2ac0e79f5d466a5ab489c46ced9e8f16-5c7f601ce21ef.jpg?jadewits_media_id=1421627)
অরুন্ধতী একটি তারার নাম
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:৪৬
ছবিমেলা উপলক্ষে ঢাকায় এসেছেন বুকারজয়ী ভারতীয় ঔপন্যাসিক ও লেখক অরুন্ধতী রায়। দ্য গড অব স্মল থিংসখ্যাত এই লেখক ৪ মার্চ ঢাকায় একটি গেস্টহাউসে বসে এক সাক্ষাৎকারে তাঁর জীবনযাপন, পরিবার ও পছন্দের কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদা শিরোপা। দেখা হলে কী বলব, কী করব—কত কিছুই না মাথায় নিয়ে গেছি। এত বড় লেখকের সাক্ষাৎকার নেওয়ার জন্য জানাবোঝার পাশাপাশি মনের প্রস্তুতিও দরকার হয়। যাঁর...
- ট্যাগ:
- মতামত
- নাম
- তারা
- অরুন্ধতী রায়
- ঢাকা