অন্দরে ফুলের সাজ
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৭
ঘরে রাখা তাজা ফুল শুকিয়ে যায় কদিনেই। জমাট পানিতে ফুল রাখাও এক বিপত্তি। এ পানিতে মশা হতে পারে। রোমান্টিক আবহে যেন চিকিৎসাবিজ্ঞানের কর্কশ হুমকি। রোজ পানি পাল্টানোর কথা কজনেরইবা মনে থাকে? ফুল পচে গেলে দুর্গন্ধও হতে পারে। আবার কৃত্রিম ফুলে তো প্রকৃতি থাকে না। এর চেয়ে বরং প্রাকৃতিক শুকনো ফুল বা ড্রাই ফ্লাওয়ার ঘরে রাখতে পারেন। এগুলো থাকেও বেশি দিন। ঝক্কিও কম। সাজানো এ ঘর...