সমন্বয়হীন উন্নয়ন কর্মকান্ডে ধুলার রাজ্য চট্টগ্রাম, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
জিয়ারুল হক : চট্টগ্রাম নগরিতে চলছে বিভিন্ন উন্নয়ন কাজ। এর ফলে চট্টগ্রাম নগরি পরিণত হয়েছে ধুলার রাজ্যে। চরম দুর্ভোগে নগরবাসি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিন ধুলার মধ্যে চলাফেরা করলে ফুসফুসসহ হার্ট, ব্রেইন ক্ষতিগ্রস্ত করে, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র : সময় টিভি।বিগত কয়েক বছর যাবৎ চট্টগ্রাম নগরিতে চলছে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড। এর ফলে সারা নগরি যেন এক ধুলার রাজ্য, চরম ভোগান্তিতে আছে নগরবাসি। নগরবাসির দাবি নগরের উন্নয়ন হোক কিন্তু এভাবে ধুলার সৃষ্টি না করে পরিবেশ ভালো রেখে কাজ করলে ভালো হয়। তারা চান ধুলামুক্ত নগরি। নগরবাসির দাবি ধুলার মধ্যে চলে আমাদের শ^াসকষ্টসহ নানা সমস্যা হচ্ছে। এ ব্যপারে নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান বলেন, বিবিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকা এবং নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসিণতার কারনেই এই অবস্থা। তিনি বলেন সিটি কর্পোরেশনের কিছ ুমেকানিক্যাল ব্যবস্থা ছিলো রাস্তা পরিস্কারের জন্য সেগুলো আর দেখতে পাইনা। ধুলাবালি ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা থাকে সেগুলো কিন্তু বাস্তবে নেই। বিশেষজ্ঞ চিকিৎসকেরা মনে করেন ধুলাদূষণের ফলে মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এটি বিভিন্ন চর্মরোগসহ অ্যাজমা, ফুসফুস, ও হার্টের ক্ষতি করে, এছাড়া দীর্ঘদিন ধুলাবালিতে থাকার কারণে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এখনই সঠিক ব্যবস্থা গ্রহণ করে ধুলা দূষণ কমাতে হবে।উন্নয়ন কাজে জরিত ঠিকাদারদের পানি ছিটাতে বলা হয়েছে বলে অনেকটা দায় এড়ানো কথা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। তিনি বলেন উন্নয়ন কাজের সাথে যারা জরিত তাদের বলেছি সুইপিং মেশিন নয়, কর্ম এলাকায় পানি ছিটিয়ে কাজ করতে। এতে ধুলা দূষণ অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে বলে মনে করেণ এই কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.