
অস্ত্রধারীদের দেখামাত্র আত্মরক্ষায় গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।
চট্টগ্রাম নগরীর ঈশান মিস্ত্রির ঘাট দুর্বৃত্তদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা আহত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যদের উদ্দেশে তিনি এই মৌখিক নির্দেশ দেন।
চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছেন—এমন তথ্য পেয়ে সোমবার দিবাগত রাতে রানা ও আরও দুইজন পুলিশ সদস্য অভিযানে গিয়েছিলেন। একটি বাসায় তল্লাশি চালাতে গেলে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রানার মাথা গুরুতর জখম হয়।
পরবর্তীতে যৌথবাহিনীর অভিযানে ওই এলাকা থেকে কিরিচ, ছুরি ও ধারালো অস্ত্রসহ ১৮ জন গ্রেপ্তার হন।
হাসিব আজিজ তার নির্দেশনায় বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে অস্ত্রের যে প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী সিএমপির সদস্যরা এখন থেকে অস্ত্র বহন করবে।
বিভিন্ন থানার পরিদর্শক ও এসআই সমমর্যাদার প্রায় পাঁচজন কর্মকর্তার সঙ্গে কথা বলে ডেইলি স্টার এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।