 
                    
                    তরুণদের চুলে প্রশাসনের নজর
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯, ০৯:৫৩
                        
                    
                ইভ টিজিং আর যৌন হয়রানির ঘটনা নিয়ন্ত্রণে সব ছেড়েছুড়ে প্রশাসনের নজর এখন তরুণদের চুলের দিকে। কমপক্ষে আট জেলায় প্রশাসন, পুলিশ ও শিক্ষা কর্মকর্তারা কী করে চুল কাটতে হবে, তা নিয়ে নরসুন্দর সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছেন। কোথাও কোথাও শাসিয়েছেন কিশোর-তরুণদেরও।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)