আচরণবিধি, ইসির পক্ষপাত ও অন্যান্য প্রসঙ্গ
আনুষ্ঠানিক প্রচার শুরুর মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে জনপরিসরে নির্বাচনী আবহ ছড়িয়ে পড়তে শুরু করেছে। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সরাসরি ভোট চাইতে শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই পর্যায়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা, না চলা এবং নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাত। এ ছাড়া আরও দুটি বিষয় জনসমক্ষে গুরুত্বপূর্ণ ভাবনার বিষয় হয়ে উঠেছে। এক. স্বতন্ত্র প্রার্থীদের অধিকার ও নিরাপত্তা এবং দুই. আওয়ামী লীগের ভোটব্যাংক। ধারণা করা যায়, খুব শিগগির এই দুটি বিষয় নির্বাচনী আলোচনায় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অনেক অভিযোগ ইসির কাছে উপস্থাপন করা হয়েছে। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী এবং প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগ তুলেছেন। তাতে কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে বর্তমান বস্তিবাসীদের উন্নত আবাসনের ব্যবস্থা গ্রহণের যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেই বিষয়টিকে তিনি আচরণবিধি ভঙ্গের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। গুরুত্ব ও মাত্রা অনুযায়ী অনেক অভিযোগের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। যতটা জানা গেছে, সে অনুযায়ী ইসি দেশের ২৭ জেলায় অন্তত ৭৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অনেক ক্ষেত্রে অভিযুক্ত প্রার্থীদের সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও জরিমানা করা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- প্রার্থীর আচরণবিধি
- আচরণবিধি