‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়ে
মাধ্যমিক শিক্ষাক্রমে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’। নতুন পাঠ্যবইগুলোতে ঠাঁই পেয়েছে কোটা সংস্কার আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ এবং ছাত্রলীগ-যুবলীগের হামলা ও ফ্যাসিস্ট শেখ হাসনিার পতনসহ নানা বিষয়। একই সঙ্গে বইয়ের পাতায় ফিরেছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাস।
ইতিহাস, কবিতা ও গদ্যে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ। যেখানে শেখ হাসিনার ক্ষমতার উত্থান, তার সরকারের পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত করা হচ্ছে ১৯৭১-পরবর্তী রাজনৈতিক ইতিহাসও।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে প্রকাশিত এবং শিক্ষার্থীদের বিতরণ করা বই ঘেঁটে দেখা গেছে, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনের সূচনা, আন্দোলন দমনে রাষ্ট্রীয় দমন-পীড়ন, শহীদদের আত্মত্যাগ এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাপ্রবাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ইতিহাস), বাংলা সাহিত্য ও ইংরেজি— এ তিনটি বইয়ের মধ্যে জুলাই আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক তুলে ধরা হয়েছে। তবে, প্রতিটি বইয়ে শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতা অনুযায়ী কম-বেশি ও ছোট-বড় অধ্যায় বা পরিচ্ছেদ যুক্ত করা হয়েছে।