২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

রাশি অনুযায়ী এ বছরের প্রেম-ভালোবাসা-বিয়ের অবস্থা কেমন হতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রেম-ভালোবাসা-বিয়ে সম্পর্কে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এ বছর প্রেমে জড়ানোর সম্ভাবনা প্রবল যদি অবিবাহিত হন। এমনকি বিবাহিত কারও কারও পরকীয়াতে জড়ানোর ফলে সামাজিক মর্যাদা নষ্ট হতে পারে। এজন্য সর্বদা রোমান্টিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা একান্ত আবশ্যকীয়। যোগাযোগের রাস্তা খোলা রাখুন, দেখবেন ভালোবাসা এমনভাবে হৃদয়ে ফুটে উঠবে যা কখনও আশা করেননি। বন্ধুত্ব থেকে প্রেম তারপর গভীর ভালোবাসার পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গী।


মেষ রাশির জাতক জাতিকার বিপরীত লিঙ্গ হতে পারে- মেষ, সিংহ, তুলা ও ধনু রাশির জাতক জাতিকা। সতর্ক থাকতে হবে, কেননা গভীর ভালোবাসা থেকে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল। হৃদস্পন্দর সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্র্রেমের সংগীত মেতে উঠবেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) এ বছর মিডিয়ার কারও সাথে যোগাযোগ ও বন্ধুত্বের পরিমাণ ভালো নাও হতে পারে। এজন্য বিপরীত লিঙ্গের সঙ্গে যাচাই বাছাই করে তারপর সম্পর্ক করা উচিত।


সম্পর্কে বিপরতি লিঙ্গ হতে পারে- বৃষ, কন্যা, বৃশ্চিক ও মকর রাশির জাতক জাতিকা।


নিজেকে প্রেমে একে অপরের মধ্যে এ সময় অনুভব করবেন। এ সময় শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। হলেও তা নগন্য। সময়, কাজ, অর্থ বন্ধু, পরিবার আত্মীয় সবাই একদিকে আর আপনি সঙ্গীর সঙ্গে অন্যদিকে থাকবেন।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) এ বছর মোহবিষ্ট হয়ে কোনো আবেগীয় কর্মকাণ্ডে জড়িত না হলে প্রেমের জীবন ও হৃদয়ঘটিত বিষয় ভালো যাবে বলে আশা করতে পারেন। তবে মোহবিষ্ট হলে কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব। অহেতুক আবেগ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করতে পারে।


সম্পর্কের ক্ষেত্রে বিপরীত লিঙ্গ হতে পারে- মিথুন, তুলা, ধনু ও কুম্ভ রাশির জাতক জাতিকা। যারা হবেন একে অপরের প্রতি সহনশীল এবং নিশ্চয়তা দিতে পারে।


শক্তিশালী সহচার্য, পারিবারিক গ্রহণযোগ্যতা ইঙ্গিত দেয়। যা বছরের শেষার্ধে প্রেমজীবনকে আরও ফলপ্রসু করে তুলবে। প্রেমজীবন ভালো দিকে মোড় নিবে। কারণ একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাবেন। ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) এ বছর সঠিক ভালোবাসার সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সুচারু মনোনয়ন প্রেমের ক্ষেত্রে সফলতা দেবে। যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে পরাশক্তি হিসেবে ‘কৌশল’ ব্যবহার করলে সুসম্পর্ক হবে।


বিপরীত লিঙ্গের সঙ্গে ভালো সম্পর্ক হবে যদি হয়- কর্কট, বৃশ্চিক, মকর ও মীন রাশির জাতক জাতিকা। প্রেম-জীবনে গভীর আবেগগত বিকাশের সাথে আন্তরিক সংযোগের দিকে প্রিয়জনের কাছে উপস্থিতি বিশ্বের সবচেয়ে দারুণ মুহৃর্ত গড়ে তুলবে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) এ বছর ভালোবাসার বিষয়টি আপনার জন্য স্থায়িত্বের বড় অভাব। ভালোবাসা আসতে যেমন বিলম্বিত হবে তেমনি ভালোবাসার সহজ সমাপ্তি ও পরিণতি বিভ্রান্ত করে তুলবে। এর থেকে পরিত্রাণের উপায় হতে পারে অহংবোধ ত্যাগ করা।


সম্পর্কের জীবনে আরও প্রেম রোমান্সের চমক আনতে সিংহ, ধনু, কুম্ভ ও মেষ রাশির জাতক জাতিকা বেছে নিলে ভালো হবে।


তবে নিজের রাশির কোনো বিপরিত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বুঝেশুনে সমঝোতার মাধ্যমে চলাফেরা যথাযথ হতে পারে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) এ বছর প্রেমজীবনে গতিবিধি বোঝা বড় মুশকিল। যেমন অপ্রত্যাশিত আকস্মিক আগমন, তেমনি হঠাৎ করেই অন্যজনকে ভালোলেগে যেতে পারে। এভাবে প্রেম ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তবে কথার ফুলঝুড়ি বাকপটুতা প্রেম জীবনে অদ্ভূত চমক আনবে। অবশ্যই মানসিক স্থিতিশীলতা, স্নেহ ও গভীর ভালোবাসার জন্য এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ফলশ্রুতিতে বিয়ে পর্যন্ত গড়াতে পারে।


কন্যা, মকর, মীন ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঙ্গে প্রেম ভালোবাসা ও বিয়ের সম্পর্কে স্থায়িত্ব দেখা যায়। আর মিষ্টি ভালোবাসার জীবনে চমৎকার মসলার স্বাদের উপস্থিতি লক্ষ করবেন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) এ বছর প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হবে। কারও মানসিকতার চেয়ে দৈহিক প্রাধান্য বিস্তার করবে। আর পরিবার পরিজনের মধ্যে চেনাজানা কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই পরিবারের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত।


তুলা, কুম্ভ, মেষ বা মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুত্ব প্রেম বিয়ে হলে জীবনযাপনকে সহজ করে তুলবে।


বছরের শেষার্ধে সঙ্গী আরও যত্নশীল হয়ে উঠবে। স্বামী/ স্ত্রীর জীবনে সবচেয়ে রোমান্টিক সময় হবে। বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা এ সময় প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) এ বছর নিকট আত্মীয় কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। হতে পারে ভাই-বোনের শ্বশুরবাড়ির কোনো আত্মীয়। তবে এই ফলাফল শুভ নাও হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্যগত সমস্যার কারণে আবেগময় অবস্থাকে ওঠানামা করতে দেখা যাবে। ফেইসবুকে কারও দেওয়া তথ্যে বিভ্রান্তিতে ফেলতে পারে। তাই চোখ কান খোলা রেখে চলাফেরা করুন।


বিপরীত লিঙ্গ হিসেবে বৃশ্চিক, মীন, বৃষ বা কর্কট রাশির সঙ্গে সম্পর্ক কোনো সমস্যা ছাড়াই নিবিড় ও গভীর স্নেহ মায়া মমতায় আবদ্ধ হতে পারেন।


কোনো রকম তর্ক বা হতাশায় জড়িয়ে পড়ার পরিবর্তে সঙ্গীর সঙ্গে মানসিক বন্ধনকে শক্তিশালী করুন।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) এ বছর বিপরীত লিঙ্গের কেউ কেউ আপনাকে চর্মচক্ষে দেখে রূপ মাধুর্য ও অর্থের প্রাচুর্য বুঝে আপনার প্রতি মোহিত হয়ে প্রেমে পড়তে পারে, এমনকি বিয়ের প্রস্তাবও দিতে পারে। প্রেম হল অনুভব করার, আর ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি। ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে।


বিপরীত লিঙ্গ হিসেবে ধনু, মেষ, মিথুন বা সিংহ রাশির জাতক জাতিকার সঙ্গে প্রেম, বিয়ে ভালোবাসা সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন হতে পারে। আর সেটা আনন্দদায়ক ও উত্তেজনা পূর্ণ হবে।


যাদেরকে ভালোবাসেন তাদের উপহার দেওয়া ও উপহার পাওয়ার পক্ষে শুভ সময়।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) এ বছর বিয়ে ও প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য দেখা মাত্রই প্রেমের দেবতা অগ্রধাবন করবে। জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। সময়ে এই সত্য বুঝতে পারবেন যে, প্রেম ঘটিত কোনো জটিলতা আপনার খুশিকে ব্যাহত করতে পারে।


বিপরীত লিঙ্গ হিসেবে মকর, বৃষ, কর্কট বা কন্যা রাশির জাতক জাতিকার সঙ্গে প্রেম উত্তেজনাকর হবে। তাই যাকে ভালোবাসেন তার সঙ্গে যোগাযোগ করুন। বছরটি সেরা করুন।


ভালোবাসা ইতিবাচক ভূমিকা দেখাবে, আর জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য দীর্ঘ সময় প্রতীক্ষার অবসান হবে। ফলে কিছুটা স্বস্তি মিলবে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) এ বছর কোমল হৃদয়টি সব সময় ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। প্রেমের জীবনকে নিজেই এগিয়ে নিয়ে যাবেন। কোনো সামাজিক জমায়েতে বিপরীত লিঙ্গের কেউ মনে রেখাপাত করতে পারে। হৃদয়ে প্রেম কাজ করবে।


মিথুন, কুম্ভ, সিংহ বা তুলার রাশির জাতক জাতিকার সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে, মনের মানুষকে খুঁজে পেয়ে একাকিত্বের দশা থেকে মুক্ত হবেন, যা আপনাকে দীর্ঘদিন ধরে গ্রাস করে ছিল।


সমস্ত সময় চারপাশে সঙ্গীর ভালোবাসা অনুভব করবেন। বছরটি একটি সুন্দর আনন্দদায়ক সময় হবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) এ বছর হৃদয়, মন পরিবর্তনশীল হওয়াতে প্রেমের গতি প্রকৃতি পাল্টাতে পারে। প্রেম ভালোবাসার জীবনে বাধা সৃষ্টি হতে পারে। এই জটিলতার পেছনে আত্মীয় স্বজনের হাত থাকতে পারে।


মীন, কর্কট, কন্যা বা বৃশ্চিক রাশির সঙ্গে প্রেম ভালোবাসা ও বিয়ে হলে সুখী হবেন। মনে রাখবেন প্রেমঘটিত বিয়ে আপনাদের জন্য সুখের।


সঙ্গীর আধ্যাত্মিক বা সৃজনশীল সাধনার বিষয়ে আকর্ষণ বোঝার জন্য, তার সঙ্গে সময় ব্যয় করুন। মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতির আশাবাদ ও বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতি গ্রহণে উৎসাহিত করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও