আসুন, উল্টো করে ভাবতে শিখি
ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে ২০২৫ সাল। আকাশ আলোকিত করে হাসছে ২০২৬ সালের প্রথম সূর্যটা। প্রতিবছর এমন ক্ষণে আমরা নতুন বছরের প্রত্যাশার কথা নানাভাবে প্রকাশ করি—কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বেছে নিই, আবার কেউ কাছের মানুষকে জানাই।
সব প্রত্যাশা যদি আমরা একসঙ্গে সারিবদ্ধ করে সাজাতে পারতাম, তাহলে আমার মনে হয়, সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যেত—সংকট থেকে উত্তরণ এবং ব্যক্তিগত অর্জন। এর বাইরে মানুষের আসলে প্রত্যাশার কিছু নেই। কারণ, একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক। আর এ কারণেই আমাদের আসলে উল্টো করে ভাবতে শেখা দরকার।
লেখার শুরুতে কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করতে চাই। তাহলে ২০২৫ সালটা মানবজাতি সামগ্রিকভাবে কেমন কাটিয়েছে, তার একটা সম্যক ধারণা পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক শান্তিসূচক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে ২০২৫ সালে ৫৯টি রাষ্ট্রভিত্তিক সংঘাত চলেছে, যা এখনো চলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংঘাতের এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সংঘাতের সংখ্যা তিনটি বেড়েছে। শুধু তা-ই নয়, সংঘাতগুলো ক্রমেই আন্তর্জাতিক হয়ে উঠছে। ফলে এগুলোর সমাধান কঠিন হয়ে উঠেছে। ২০২৫ সালে ৭৫টি দেশ তার সীমান্তের বাইরে সংঘাতে ছিল।
আইইপি সম্ভবত সংঘাত কিছুটা কম করে দেখিয়েছে। কারণ, আন্তর্জাতিক কমিটি অব দ্য রেডক্রসের তথ্য বলছে, বিশ্বজুড়ে এখন ১৩০টির বেশি সশস্ত্র সংঘাত চলছে। এগুলো দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি সমাধানও জটিল হয়ে উঠছে দিনে দিনে। এসব সংঘাতের মধ্যে ২০২৫ সালজুড়ে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। বছরের শেষ দিকে এসে থাইল্যান্ড-কম্বোডিয়াও সংঘাতে জড়িয়েছে। এগুলো তো গেল বড় বড় সংঘাতের কথা। আমরা যদি এগুলোর সঙ্গে গৃহযুদ্ধ, রাজনৈতিক সংঘাত, সামাজিক বিশৃঙ্খলা, ব্যক্তিগত দ্বন্দ্ব যোগ করি, তাহলে সংখ্যাটা সম্ভবত চোখ কপালে তুলে দেওয়ার মতো হবে। কিন্তু মানুষকে যদি আমরা সামগ্রিকভাবে একটা জাতি হিসেবে মনে করি, তাহলে আসুন নিজের কাছেই প্রশ্ন করি—এত এত সংঘাত নিয়ে কি একটা জাতি টিকতে পারে? আসলে আমরা দিনে দিনে নিজেরাই নিজেদের ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছি।
মানুষ প্রাণী প্রজাতির অন্য সদস্যদের থেকে নিজেকে আলাদা করতে নিজের নাম রেখেছে হোমো স্যাপিয়েন্স। যার অর্থ ‘জ্ঞানী মানুষ’। এই নামকরণের লাখো-কোটি বছর আগের কথা যদি ভাবি, তাহলে আমরা প্রকৃতিতে আর দশটা প্রাণীর মতোই সাধারণ একটি প্রাণী প্রজাতি ছিলাম। এই মানুষেরও প্রজাতি ছিল কয়েকটি। বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকদের সম্মিলিত প্রচেষ্টার কল্যাণে এখন আমরা জানি, নিয়ান্ডারথাল, ডেনিসোভান, ইরেকটাসের মতো মানুষের আরও কিছু ভ্রাতৃ প্রজাতি ছিল। তবে মস্তিষ্কের সক্ষমতায় তারা আমাদের চেয়ে পিছিয়ে ছিল। আর এ কারণেই হোমো স্যাপিয়েন্সের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে।
বিজ্ঞানের নানা গবেষণা নিবন্ধের তথ্য বলছে, হোমো স্যাপিয়েন্স, তথা আধুনিক মানুষ শুধু অন্য মানব প্রজাতিগুলোর তুলনায় জ্ঞানীই ছিল না, নিষ্ঠুরও ছিল। আর এ কারণেই আফ্রিকার গণ্ডি পেরিয়ে হোমো স্যাপিয়েন্স যেখানেই গেছে, তার কয়েক হাজার বছরের মধ্যে সেখানকার স্থানীয় মানব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। অতএব, আমরা উপসংহার টানতেই পারি—আমরা যতই উদার মনোভাবের ভান ধরি না কেন, আমাদের ভেতরে, আমাদের রক্তে নিষ্ঠুরতা মিশে আছে। তাহলে এমন মৌলিক বৈশিষ্ট্যকে কীভাবে আমরা পাল্টাতে পারি? তার একমাত্র সমাধান হতে পারে—আজ এখন থেকেই উল্টো করে ভাবার অনুশীলন।