ছাত্রের ‘ছড়ি’ শিক্ষকের পিঠে: বিশ্ববিদ্যালয় কি তবে ‘ভয়পুরী’?

বিডি নিউজ ২৪ জোবাইদা নাসরীন প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

সপ্তাহজুড়েই দেশে নৈরাজ্য আরও জোরালো হয়েছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির মৃত্যু, দিপু দাসকে হত্যা করে আগুনে পোড়ানো, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে আগুন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের হুমকি, মব ও সহিংসতার ঘটনা। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের একাধিক নেতাকে দেখা গেছে শিক্ষকদের ওপর ‘চড়াও’ হওয়ার মতো মারমুখী আচরণ করতে। তারা শিক্ষকের পিঠে ‘ছড়ি’ চালাবার হুমকি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যত ‘ভয়পুরী’তে পরিণত করেছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একটা বড় অংশ এখন তটস্থ। এর কারণ, গত সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসুর বর্তমান জিএস সালাহউদ্দিন আম্মার হুমকি দিয়ে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক-কর্মকর্তা চাকরি করলে আগামী রোববার থেকে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।’ একই সঙ্গে তিনি ফেইসবুকে পোস্ট দিয়ে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন, ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং ‘বাকিটা বুঝিয়ে দেব’ বলে হুঁশিয়ারিও দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও