দুর্নীতি কি কমেছে?
দেশে দুর্নীতি কমেছে, নাকি বেড়েছে? আপনি কী মনে করেন? নিজেকে প্রশ্ন করুন! উত্তর মিলবে। স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারেই দেখা গেছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা।
আসছে জাতীয় নির্বাচনেও হয়তো দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেবে দলগুলো। বিগত সময়ের দিকে তাকালে দেখি এসব কেবল রাজনৈতিক বুলিই ছিল, বাস্তবে ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’ প্রবাদের মতো।
দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্র বড় বড় কথা বললেও বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়ে গেছে বাংলাদেশ। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি সর্বশেষ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ধারণা সূচকে উঠে এসেছে, ২০২৪ সালে বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আমাদের অবস্থান ছিল ১৪তম। অবশ্য ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০ম। তার মানে কী, ২০২৩ সালের তুলনায় ২৪ সালে দুর্নীতি কমেছে? নিম্নক্রম অনুযায়ী এ সূচক দেখে খালি চোখে কমেছে মনে হলেও বাস্তবে কমেনি। বরং বাংলাদেশ স্কোর অনুযায়ী নম্বর আরও কম পেয়েছে।