ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধানকে ‘মানসিকভাবে অস্থির’ বলার পর পিটিআই চেয়ারম্যানের কড়া সমালোচনা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
তারা ইমরান খানতে ‘মানসিকভাবে অসুস্থ’ আখ্যা দিয়ে বলেছে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণ এবং অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কাজে লাগাচ্ছেন।
শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত ব্রিফিংয়ে সেনা মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধানকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও অভিহিত করেছেন, যার রাজনৈতিক আকাঙ্ক্ষা এত চরম যে তিনি বিশ্বাস করেন, “যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে কিছুরই অস্তিত্ব থাকার দরকার নেই।”
মুখপাত্র এসব বললেও সরাসরি ইমরানের নাম নেননি বলে জানিয়েছে এনডিটিভি।
চৌধুরী বলেছেন, যেসব ব্যক্তিরা জেলখানার ভেতরে থাকা ইমরানের সঙ্গে দেখা করেছেন, তাদেরকে ‘সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়াতে ব্যবহার করা হয়েছে’।
ইমরানের সঙ্গে তার এক বোন দেখা করে আসার পর মুখপাত্র এ কথা বললেন। ওই সাক্ষাতের পর ইমরানের বোন বলেছিলেন, তার ভাই জেনারেল আসিম মুনিরের ওপর ক্ষিপ্ত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানসিক অস্থিরতা
- ইমরান খান