বাড়ছে বৈষম্য ও দারিদ্র্য

যুগান্তর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪

বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন প্রতিবেদন-২০২৫-এ বাংলাদেশের দারিদ্র্যপ্রবণতা নিয়ে আলোচনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দারিদ্র্য কীভাবে বিস্তার লাভ এবং সমাজকে প্রভাবিত করছে, তার উদ্বেগজনক চিত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।


এতে বলা হয়েছে, গত ৪ বছর ধরে বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। ২০২২ সালে বাংলাদেশে দরিদ্র মানুষের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা এ বছরের শেষদিকে ২১ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারে। বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ। আরও ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার উপরে অবস্থান করছেন, যারা সামান্য অভিঘাতেই দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। বন্যা, খরা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ২০৫০ সাল নাগাদ ১ কোটি ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। যারা বাস্তুচ্যুত হবে, তাদের নিশ্চিতভাবেই দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও