‘অনুরোধ করছি আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন’

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩০

বিস্তর সমালোচনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষ্ঠুর ট্রল-সেই এশিয়া কাপ থেকে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সঙ্গী এমন তিক্ত অভিজ্ঞতা। সমর্থকদের প্রত্যাশার ধারেকাছেও যেতে না পারা বাংলাদেশের ব্যাটাররাই হন লক্ষ্যবস্তু। তাওহিদ হৃদয় সেইসব সমালোচনায় পড়াদের একজন। আয়ারল্যান্ডের বিপক্ষে দল হারলেও ৫০ বলে ৮৩ রান করে রানে ফেরা হৃদয় সমালোচকদের করেছেন এক বিশেষ অনুরোধ। 


বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারা ম্যাচে হৃদয় ছাড়া বাকি সব ব্যাটাররা ছিলেন সমালোচনার লক্ষ্যবস্তু। সমর্থকরা খেলা শেষে 'ভুয়া', 'ভুয়া' বলে মিছিল করেছেন স্টেডিয়াম চত্বরে। পুরো দলকে ঢেলে সাজানোর দাবিও করেছেন অনেকে।


এসব আওয়াজ ক্রিকেটারদের কানেও যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঢেউ তারা টের পান প্রবলভাবে। এসব সমালোচনা নিতে কোন সমস্যা নেই হৃদয়ের, তবে তার অনুরোধ সবাই যেন যুক্তি দিয়ে সমালোচনা করেন, স্রোতে গা না ভাসা, 'আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে। এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো। আপনার দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু বদল হতে পারে। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখছি।'


এরপরই নিজের অনুরোধ রেখেছেন তিনি, 'আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকে। জিনিসটা এমন না। অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন। এখান থেকে তো অনেক কিছু আমাদের বার্তা আমরাও পেতে পারি যদি ভালো কিছু করে।'


১৮২ রান তাড়ায় নেমে বাংলাদেশের টপ অর্ডারে নামে ধস। ১৮ রানে পড়ে ৪ উইকেট, পরে ৭৮ রানে দল হারায় ৮ উইকেট। হৃদয় টেলএন্ডারদের নিয়ে দলকে ১৪২ রানে নিয়ে হারের ব্যবধানই কেবল কমিয়েছেন। গত কিছুদিন ধরে মিডল অর্ডারের ভোগান্তি ছিল দৃশ্যমান, এবার ধস টপ অর্ডার থেকে। উন্নতির জায়গা হৃদয় দেখেন সবখানে,  'শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও