You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের ‘স্পটলাইটে’ থাকবেন নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটার

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। আশা করা যাচ্ছে এবারের বিশ্বকাপ মাতাবেন বেন স্টোকস, বাবর আজম, বিরাট কোহলিদের মত বড় তারকারা। কিন্তু টুর্নামেন্টে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিকেও থাকবে আলাদা নজর।

বার্তা সংস্থার এএফপির দৃষ্টিতে থাকা নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটার-

তাওহিদ হৃদয় (বাংলাদেশ): ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন হৃদয়। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মিডল অর্ডার এ ব্যাটার বড় কিছু করার সক্ষমতা রাখেন। এমনকি বাংলাদেশকে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার।

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্যের পর গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেক হয় ২২ বছর বয়সী হৃদয়ের। এরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পেয়ে যান তিনি। একদিনের ফরম্যাটে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে পাঁচটি হাফ-সেঞ্চুরিতে নিজের জাত চিনিয়েছেন হৃদয়। তার মেন্টর মুশফিকুর রহিমের উপহার দেওয়া ব্যাট দিয়ে ভারত মাতানোর অপেক্ষায় হৃদয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন