আলোর পথ মুক্তির দ্বার
অস্থিরতা, উন্মাদনা, বিশৃঙ্খলা-আমাদের সমাজ ব্যবস্থার নিত্যকার বিষয়। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোর পথে যাত্রা। যেখানে উন্নতি, অগ্রগতি, আধুনিকতা ইতিবাচকতা অন্ধকার ঠেলে এগিয়ে যাবে। কিন্তু আমরা চলেছি পশ্চাতে। পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে। আর আমরা বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফিকাহ হাদিস চষে।
দেশপ্রেম, দেশাত্মবোধের বড়ই অভাব। নিজের কাজ, দায়িত্ব সঠিকভাবে পালন করার নামই যে দেশপ্রেম সেটা মানি না। অথচ কথায় কথায় দেশপ্রেমের বুলি উড়াই। আমাদের পেছনে ফেরার আর কোনো অবকাশ নেই। এজন্য ইতিবাচক মনোভাব পোষণ করাই সময়ের দাবি। এজন্য শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা নানান ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে। তৈরি করতে হবে কুসংস্কারমুক্ত একটি বিজ্ঞানমনস্ক জাতি। একটি সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়েই আমাদের আলোর পথে যাত্রা করতে হবে।
- ট্যাগ:
- মতামত
- কৃত্রিম বুদ্ধিমত্তা
- আলোর পথ
- আধুনিকতা