ভূমিকম্পের ঝুঁকি : আতঙ্ক নয়, চাই প্রস্তুতি ও প্রতিকার

যুগান্তর ড. হাসান খালেদ প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০২

সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্প বাংলাদেশের মানুষের মধ্যে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এ ভূমিকম্প আমাদের নতুন করে মনে করিয়ে দিল যে, বাংলাদেশ ভৌগোলিকভাবে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটসহ প্রধান শহরগুলো রয়েছে তীব্র ঝুঁকিতে। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে এমন মাঝারি মাত্রার একটি কম্পনও যখন ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে, তখন একটি বড় বা মেগা-ভূমিকম্পের পরিণতি কী হতে পারে, তা ভাবা কঠিন। এ আতঙ্ক অমূলক নয়; এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট বাস্তবিক কারণ এবং এর থেকে উত্তরণের পথ হলো আতঙ্ককে শক্তিতে পরিণত করে সুদূরপ্রসারী ও গঠনমূলক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা।


১. উদ্বেগের বাস্তবিক কারণ : কেন এত আতঙ্ক?


বাংলাদেশের ভূমিকম্প-সংক্রান্ত উদ্বেগের মূল কারণগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায় :


ক. দুর্বল ও অপরিকল্পিত নগর কাঠামো : ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি) লঙ্ঘন : বাংলাদেশে, বিশেষত রাজধানী ঢাকাসহ প্রধান শহরগুলোতে, ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড (এনবিসি)-এর তোয়াক্কা করা হয় না। অধিকাংশ ভবনই তৈরি হয়েছে নিুমানের উপকরণ ব্যবহার করে এবং যথাযথ ভূমিকম্প-প্রতিরোধী নকশা (Seismic Design) অনুসরণ না করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও