প্রকৃতিতে বন্ধুত্বের ডাক: মানুষ আর পশুর মেলবন্ধন
অসংখ্য মনখারাপ করা খবরের মধ্যে কিছু খবর পড়লে মনটা ভালো হয়ে যায়। যেমন- সেদিন দেখলাম গাজীপুরে মানুষ ও শিয়ালের মধ্যে তৈরি হয়েছে বিরল বন্ধুত্ব। নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’ নামের শিয়ালটি। এক বছরের বেশি বয়স লালুর। সে রান্না করা ভাত, তরকারি, মাংস, পাউরুটি, বিস্কুট– সবই খায়। দিনের বেশিরভাগ সময় কাটায় গিয়াস উদ্দিনের উঠোনে কিংবা ঘরে। মাঝে মাঝে বনে গেলেও ‘লালু’ ডাক শুনলেই দৌড়ে ফিরে আসে।
কী অদ্ভুত ভালবাসা গড়ে উঠেছে বন্য শিয়াল ও মানুষের মাঝে। প্রায় এক বছর আগে বনে অসহায় অবস্থায় সদ্য চোখফোঁটা একটি শিয়ালছানাটিকে পেয়েছিলেন এক কৃষক। "লালুকে ছোটোবেলা থেকে পালছি। এখন সে আমার পরিবারের অংশ। খেতে বসলে পাশে থাকে, কাজ করতে গেলে পিছু নেয়।" শিয়াল সাধারণত বন্য প্রাণী বলে ঘরে পালন ঝুঁকিপূর্ণ। তবে পর্যাপ্ত খাদ্য ও যত্ন পেলে এ ধরনের সহাবস্থান সম্ভব।"
এদিকে বাউফলে দোকানি হেমায়েত উদ্দিনের কাছে ফিরে এসেছে তার পালিত সেই সাদা বকটি। এর দুইদিন আগে বন বিভাগের কর্মকর্তারা নুরাইনপুর বাজার-সংলগ্ন ‘বকের বাড়ি’ নামে পরিচিত একটি গাছে বকটি অবমুক্ত করেন। কিন্তু মুক্ত হওয়ার পর থেকেই বকটি ছিল নীরব ও নিস্তেজ। খাবার না খেয়ে একাকী সময় কাটাচ্ছিল সে। অবশেষে দু-দিন পর নিজের প্রিয় মানুষ হেমায়েতের কাছে ফিরে আসে।
প্রায় চার মাস আগে ঝড়ের সময় নুরাইনপুর বাজার-সংলগ্ন খানবাড়ির একটি গাছ থেকে বকের ছানাটি পড়ে যায়। তখন একটি গুঁইসাপ সেটিকে আক্রমণ করলে স্থানীয় ব্যবসায়ী হেমায়েত উদ্দিন সেটিকে উদ্ধার করেন। এরপর তিনি নিজের সন্তানের মতো যত্ন নিয়ে ছানাটিকে বড় করে তোলেন।
যেখানে ভালবাসা দিয়ে বনের প্রাণীকে পোষ মানিয়ে নিজের কাছে রাখা যায়, সেখানে মানুষ মানুষকে হত্যা করে, আঘাত করে, ক্ষতি করে, সম্পদ ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। মানুষ শুধু মানুষকেই হত্যা করে না, পশুপাখি, গাছপালা, ফসল সব নষ্ট করে বিনা কারণে, হিংসা ও লোভে। মানুষ যে কতটা নির্মম, সহিংস ও বিবেকহীন হতে পারে এর বহু প্রমাণ আমরা পেয়েছি।
কতটা নির্মম ও অশিক্ষিত হলে একজন কনটেন্ট ক্রিয়েটর বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও প্রকাশ করতে পারে। ভিডিওটা পুরো দেখা যায় না। মৃত শুশুকটিকে দেখে মনখারাপ হয়ে গেল। ভিডিওটিতে এক ব্যক্তি কাঁধে একটি মৃত শুশুক নিয়ে দৌড়ে এসে বলেন, 'পাইছি রে পাইছি, এইবার পদ্মা নদীতে আইসা সব ইলিশ খায়া ফেলছে, মানুষজন কোন ইলিশ পাইতেছে না, তাই ধরিয়া আনছি।'
এইটা করে এই লোক মনেকরলো খুব মজার কিছু করেছে। মৃত শুশুকটি নিয়ে ভিডিও করে সে যে একটি অপরাধ করেছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে এই বিষয়ে তার কোন মাথাব্যথা নেই। লোকটা এর আগেও নদীর বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী ধরে তৈরি করা একাধিক ভিডিও পোস্ট করেছে।
- ট্যাগ:
- মতামত
- বন্যপ্রাণী