৪ কোটির বেশি ডাউনলোড হয়েছে প্লে স্টোরের শতাধিক ক্ষতিকর অ্যাপ
বণিক বার্তা
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৩
গুগল প্লে স্টোরে শত শত ক্ষতিকর অ্যাপ পাওয়া গেছে, যেগুলো এখন পর্যন্ত চার কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেডস্কেলার সম্প্রতি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ‘থ্রেটল্যাবজ ২০২৫ মোবাইল, আইওটি অ্যান্ড ওটি থ্রেট রিপোর্ট’-এ বলা হয়েছে, বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ম্যালওয়্যার আক্রমণ বাড়ছে। হ্যাকাররা অ্যাপ বা ফাইলকে হাতিয়ার বানিয়ে ফোনে ঢুকে তথ্য চুরি, নজরদারি বা ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়ার মতো কাজ করছে। উল্লেখ্য, জেডস্কেলারের ক্লাউড প্লাটফর্ম থেকে ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। খবর টেক রাডার