ফ্ল্যাশব্যাকে রাজনীতি
জানুয়ারি ১১, ২০০৭ থেকে বাংলাদেশ সুষ্ঠু রাজনৈতিক গতিধারা বন্ধ হয়ে এক চরম অচলায়তনের সৃষ্টি হয়েছে। যারা ২০১০ সালের পর জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যাদের বয়স এখন ১৫ বছর, তাদের সামনে ছিল এক দানবসম ফ্যাসিস্ট, যার নাম শেখ হাসিনা। তারা শুনে শুনে বড় হয়েছেন, শেখ হাসিনার পতন কোনোদিন হবে না এবং আওয়ামী লীগ দলটি অনন্তকাল ক্ষমতায় থাকবে।
কারণ প্রতিবেশী ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছে। এ বয়সের ছেলেমেয়েরা তাদের স্কুলে আদুভাইদের দেখেছে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, তেমনি দেখেছে রাজনৈতিক আদুভাইদের যারা কখনো আন্দোলন সংগ্রামের ফসল সাড়ে পনেরো বছর ঘরে তুলতে পারেননি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেননি।