ঐক্যের সনদ কেন অনৈক্যের ইস্যু হলো?
জুলাই সনদ বাস্তবায়নের তরিকা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টাকে যে তিন দফা সুপারিশ দিয়েছে, তার মধ্য দিয়ে মূলত সংসদ তথা জনপ্রতিনিধিদের অধিকার খর্ব করে গণভোটের মতো এটি বিতর্কিত পদ্ধতিকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে—যে পদ্ধতির ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার জামায়াত ও এনসিপি। যাদের কাছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন তথা জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের চেয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার তথা দল হিসেবে তাদের নির্মূল করে দেওয়া; বাহাত্তরের মূল সংবিধানের মূলনীতি বাতিলসহ এর আমূল পরিবর্তন এবং মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিকভাবে মীমাংসিত দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন বয়ান প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে। একইসঙ্গে এই সনদে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং এই কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেন।
- ট্যাগ:
- মতামত
- ঐকমত্য
- জাতীয় ঐকমত্য কমিশন