নতুন বাড়ির অন্দরসজ্জা : ৫ মারাত্মক ভুলে হতে পারে সাজ বৃথা
নতুন বাড়ি বা পুরনো বাসস্থান—প্রত্যেকেই চায় নিজের হাতে যত্ন করে সাজিয়ে তুলতে। ঘরের সাজসজ্জা মনের মতো না হলে মন-মেজাজ কোনোটাতেই শান্তি আসে না। অনেকেই ভালোবাসার সাথে ঘর সাজালেও সঠিক পরিকল্পনার অভাবে কিছু ভুল করে বসেন, যার ফলে পরিশ্রম বৃথা যায়।
নতুন বাড়ির অন্দরসজ্জা নিজে করার আগে সেই ৫টি সাধারণ ভুল সম্পর্কে জেনে নিন, যা এড়িয়ে চললে আপনার শখের সাজসজ্জা নিখুঁত হবে:
১. দেওয়ালের রং নির্বাচনে হঠকারিতা
দেওয়ালের রং বাছার সময় সবথেকে বেশি সতর্ক থাকা প্রয়োজন। কোনো রং শুধু দেখতে পছন্দ হলো বলেই নির্বাচন করা উচিত নয়। বরং, ঘরে আলোর প্রবেশ, ঘরের পরিমাপ এবং সামগ্রিক আবহ বিবেচনা করে রং কিনুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘরের জন্য অতিরিক্ত গাঢ় বা ধূসর ধরনের রং এড়িয়ে যাওয়াই শ্রেয়।
২. অতিরিক্ত জমকালো ওয়ালপেপার বা নকশা
বর্তমানে ওয়াল আর্ট বা রকমারি নকশার ওয়ালপেপারের চল থাকলেও, তা যেন ঘরের মূল থিমের সঙ্গে মানানসই হয়। খুব বেশি জমকালো বা চোখ ধাঁধানো নকশা আপনার বাড়ির সামগ্রিক সাজসজ্জাকে নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, সরলতা প্রায়শই কমনীয়তা নিয়ে আসে।
৩. আসবাবের আধিক্য ও ভুল সময় নির্বাচন
ঘরের আসবাবপত্র কোথায় রাখবেন, তার সঠিক পরিকল্পনা জরুরি। ঘরের পরিমাপের তুলনায় অতিরিক্ত আসবাব দিয়ে ঘর ভরে ফেললে তা বিশৃঙ্খল দেখায়। সবচেয়ে বড় ভুল হলো: আগে রং করা, তারপর আসবাব কেনা। সঠিক পদ্ধতি হলো, ঘরের পরিমাপ বুঝে প্রথমে আসবাব নির্বাচন করা এবং তারপর সেই আসবাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ালের রং ঠিক করা।
- ট্যাগ:
- লাইফ
- অন্দরসজ্জা