পক্ষপাতের অভিযোগে বিতর্ক, উপদেষ্টারা বিব্রত
জুলাই জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এবার তিনটি দল উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে নতুন বিতর্ক উসকে দিয়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন উপদেষ্টাদের কেউ কেউ।
সরকারের কোন কোন উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে, তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি। তবে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক মহলে মোটামুটি সাত-আটজনের নাম আলোচিত হচ্ছে।
সড়ক পরিবহন, রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত শুক্রবার ফেসবুকে বিষয়টি লিখেছেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যে আমি পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সব সময় কোনো রকম অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি।’
ফাওজুল কবিরের পরামর্শ হলো, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিশেষ সহকারী এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কেউ পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না—এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে বিষয়টির সুরাহা হতে পারে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টাসহ ২৩ জন। উপদেষ্টা পরিষদ গঠনে তখন বিভিন্ন দলের কাছ থেকে নাম নেওয়া হয়েছিল। ছাত্র প্রতিনিধি হিসেবে শুরুতে স্থান পেয়েছিলেন দুজন।