রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিসহ ৪২টি দল ৩১টি দফায় ঐকমত্যে পৌঁছেছে, তবে জুলাই জাতীয় সনদে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমীর খসরু বলেন, 'আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা-বিতর্ক করে বহু সময় নষ্ট করেছি। আমরা ৩১ দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য। আমরা যখন করেছি, বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলে নাই। যারা এখন সংস্কারের সবক দিচ্ছে আমাদের, এদের মুখে থেকে সংস্কারের স-ও বের হয়নি। এখন ওরা বড় সংস্কারবাদী হয়ে গেছে।'