বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে দলটি। বেশকিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে। পর্দার আড়ালে চলছে আলোচনাও। যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম-ডান, মধ্যম ও ইসলামপন্থি অনেক দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তফশিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে।
এদিকে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনি জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা, এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে। তবে এনসিপির বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির। এ নিয়ে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। ইতোমধ্যে কিছু অগ্রগতিও হয়েছে। এরই অংশ হিসাবে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার যুগান্তরকে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এতে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপৎ-এর বাইরে হাসিনা সরকারবিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ-আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনি জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে।’
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তবে জোটবদ্ধ হবো কী হবো না, তারা হবে কী হবে না-সেটি রাজনীতির মাঠে; কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না।’