জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
bangla.thedailystar.net
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ০০:২৯
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর সেখান থেকে বের হয়ে গাড়িতে বসে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তারেক রহমান।
এর আগে সন্ধ্যায় সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা।
- ট্যাগ:
- রাজনীতি
- শ্রদ্ধা নিবেদন