ভারত বাংলাদেশের উন্নতি চায় না : নুরুল ইসলাম সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের তিন দিক দিয়ে একটি রাষ্ট্র (ভারত) ঘিরে রেখেছে। সেই রাষ্ট্র আমাদের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছে। ভারত চায় না বাংলাদেশ উন্নত হোক। তাদের দেশ বড় হলেও উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে আছে।
তিনি বলেন, তারা তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এখনো অনুন্নত রেখেছে। সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তৈরি হয়নি। আমাদের দেশের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি। তবু তারা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আধিপত্য বজায় রাখতে চায় এবং আমাদের দেশকে দমিয়ে রাখতে চায়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।