
বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ডুবছে পূর্ব উপকূল
বাংলাদেশের পূর্ব উপকূল, যা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ, দেশের কেন্দ্র ও পশ্চিম উপকূলের তুলনায় আরও দ্রুত ডুবে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অবকাঠামো, বিস্তীর্ণ কৃষিজমি এবং লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা যায়, চট্টগ্রাম উপকূলীয় সমভূমিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৪ দশমিক ৭৩ মিলিমিটার বাড়ছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। তুলনায় পশ্চিমের সুন্দরবন জোয়ারভাটা সমভূমিতে এই হার ৩ দশমিক ৬৬ মিলিমিটার এবং কেন্দ্রীয় মেঘনা মোহনা সমভূমিতে ২ দশমিক ৪ মিলিমিটার।
গড় হিসেবে দেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠ প্রতি বছর ৪ দশমিক ৫৮ মিলিমিটার বাড়ছে। এটি বৈশ্বিক গড় (৩ দশমিক ৭ মিলিমিটার) থেকে অনেক বেশি। আগস্টে প্রকাশিত বৈজ্ঞানিক সাময়িকী জিওমেটিক্স, ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড রিস্কের গবেষণায় বলা হয়েছে, ভূমি ধস এই হুমকিকে আরও বাড়িয়ে তুলছে।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংস্থা (আইপিসিসি) জানিয়েছে, ১৯৬০ এর দশকের পর থেকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি দ্রুততর হয়েছে। ১৯৭১ থেকে ২০১৮ সাল পর্যন্ত এটি গড়ে প্রতি বছর ২ দশমিক ৩ মিলিমিটার করে বাড়লেও ২০০৬ থেকে ২০১৮ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৭ মিলিমিটার।
গবেষণায় আরও বলা হয়েছে, বিশেষ করে পূর্ব উপকূলে জোয়ার–ভাটার ব্যবধান বা টাইডাল রেঞ্জ বাড়ছে, যা বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়া বাংলাদেশের উপকূলে মৌসুমি ওঠা-নামা রয়েছে—এপ্রিলে সমুদ্রপৃষ্ঠ সর্বোচ্চ হয়, সেপ্টেম্বরে তা কমে আসে। জোয়ার-ভাটার গতি, পলি প্রবাহ ও ভূমির পরিবর্তন এর জন্য দায়ী।