You have reached your daily news limit

Please log in to continue


সবার জন্য পজিটিভ মানি পারসোনালিটি প্রয়োজন কেন!

অনেকেই মনে করেন, জীবনে সুখী হওয়ার জন্য শুধু টাকা থাকলেই হয়। কিন্তু বাস্তবতা হলো, আপনি কী পরিমাণ টাকা উপার্জন করছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো—আপনি টাকাকে কীভাবে দেখছেন, ব্যবহার করছেন এবং পরিচালনা করছেন। এই মনোভাব বা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিই গড়ে তোলে আপনার মানি পারসোনালিটি।

একজন মানুষের মানি পারসোনালিটি বোঝায় তার টাকার প্রতি মনোভাব, খরচের অভ্যাস, সঞ্চয়ের অভ্যাস এবং ভবিষ্যতের লক্ষ্যপূরণে তার পরিকল্পনার ধরণ। একজন পজিটিভ মানি পারসোনালিটি সম্পন্ন ব্যক্তি টাকার পেছনে দৌড়ায় না, বরং নিজের লক্ষ্য, প্রয়োজন এবং মূল্যবোধ অনুযায়ী অর্থ ব্যবহার করে।

ব্যক্তিত্বের সঙ্গে অর্থনৈতিক অভ্যাসের মিল

যুক্তরাজ্যে করা একটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের সঞ্চয়ের লক্ষ্য তাদের নিজস্ব ব্যক্তিত্বের সাথে মেলে, তারা বেশি সফলভাবে টাকা জমাতে পারেন। গবেষণাটিতে অংশ নিয়েছিল প্রায় ২,৪৫০ জন। গবেষণার ফলাফল বলছে, সঠিকভাবে উপস্থাপন করা সেভিংস মেসেজ বা বার্তা যদি কারও ব্যক্তিত্বের সাথে মিলে যায়, তাহলে সেই ব্যক্তি আরও বেশি টাকা সঞ্চয় করেন।

এমনকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় প্রমাণ হয়েছে, যদি কেউ তার ব্যক্তিত্বের ধরন অনুযায়ী খরচ করেন, তাহলে তার মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি অনেক বেশি দেখা যায়। গবেষকরা প্রায় ৭৭,০০০টি ব্যাংক লেনদেন বিশ্লেষণ করে দেখেছেন, একই পরিমাণ আয় বা খরচ করলেও — যে ব্যক্তি তার পছন্দ, আগ্রহ এবং জীবনদর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করেন, তিনি অনেক বেশি সুখী থাকেন।

উদাহরণস্বরূপ, একজন স্বাস্থ্য সচেতন ও দায়িত্বশীল মানুষ যদি ফিটনেস বা হেলথ কেয়ার খাতে খরচ করেন, তাহলে সেই খরচ তাকে সুখ দেয়। অন্যদিকে, যারা সামাজিক বা মিশুক প্রকৃতির (extrovert), তারা যদি ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে খরচ করেন, তাহলেই বেশি আনন্দ পান।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক জো গ্ল্যাডস্টোন বলেন, "টাকা দিয়ে আনন্দ কেনা যায় — যদি সেই টাকা এমন কিছুতে খরচ করা হয় যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।"

বুদ্ধিমত্তা ও আত্মনিয়ন্ত্রণ টাকাকে সফলভাবে ব্যবহার করতে সাহায্য করে

নেদারল্যান্ডসের একটি গবেষণায় দেখা গেছে, যারা আত্মনিয়ন্ত্রিত, জ্ঞানে আগ্রহী এবং নিজের জীবনের ওপর বিশ্বাস রাখেন, তারা আর্থিক বিষয়ে অনেক সচেতন। যেমন: বাজেট তৈরি, ঋণ ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগের সিদ্ধান্তে তারা বেশি দক্ষ। এর মানে, শুধু আয় করাই যথেষ্ট নয় — টাকা সংরক্ষণ এবং পরিচালনার জন্য মানসিক শক্তি এবং বুদ্ধিমত্তাও দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন