You have reached your daily news limit

Please log in to continue


প্রসবোত্তর বিষণ্নতা কী, কেন হয়, কীভাবে প্রতিরোধ করা যায়?

নারীর জীবনে মাতৃত্ব একটি অত্যন্ত আনন্দময় এবং তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা। তবে অনেক সময় এই আনন্দকে ছাপিয়ে যায় মানসিক সমস্যার বোঝা। সন্তান জন্মের পর কিছু মা সাময়িক মানসিক অস্থিরতায় ভোগেন, যাকে বেবি ব্লুজ (Baby Blues) বা Postpartum Blues বলা হয়। যা সাধারণত দুই-এক সপ্তাহের মধ্যে কাটিয়ে ওঠা যায়।

এটি একটি হালকা মানসিক অবস্থা, যেখানে নতুন মা কান্নাকাটি, ক্লান্তি বা অস্থিরতা, মেজাজের পরিবর্তন, উদ্বেগ, বিরক্তি এবং ঘুমের ব্যাঘাতের মতো উপসর্গ অনুভব করতে পারেন। সাধারণত সন্তান জন্মের ৩-৪ দিন পর এটা শুরু হয়, ৫-৭ দিনের মধ্যে তীব্রতর হয় এবং প্রায় ১২ দিনের মধ্যে স্বাভাবিকভাবে হ্রাস পায়।

যদিও এই লক্ষণগুলো তুলনামূলকভাবে স্বাভাবিক সাময়িক প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়, তবুও এগুলোর স্থায়িত্ব যদি ২ সপ্তাহের বেশি হয়, তবে তা চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হলো বেবি ব্লুজ অনেক ক্ষেত্রে সাময়িক হলেও কিছু মায়ের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী ও তীব্র আকার ধারণ করে, যা পরবর্তীতে প্রসবোত্তর বিষণ্নতা (পিপিডি)-তে পরিণত হতে পারে। পোস্টপার্টাম ডিপ্রেশন বেবি ব্লুজের তুলনায় অনেক বেশি গুরুতর এবং দীর্ঘমেয়াদি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে মায়ের দৈনন্দিন জীবন, সন্তানের প্রতি যত্ন ও আবেগগত সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন