প্রতিবছরের মতো আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হচ্ছে। এ বছরের মূল প্রতিপাদ্য ‘Tourism and Sustainable Transformation’, তথা ‘পর্যটন ও টেকসই রূপান্তর’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই প্রতিপাদ্য বিষয়কে অনুবাদ করেছে এভাবে : টেকসই উন্নয়নে পর্যটন।
এ প্রতিপাদ্যের আলোকে প্রশ্ন উঠছে, পর্যটন কি একটি ন্যায়সংগত, পরিবেশবান্ধব ও স্থিতিশীল ভবিষ্যৎ গঠনের হাতিয়ার হতে পারে? পরিসংখ্যান বলছে, অবশ্যই পারে। কারণ ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ছিল প্রায় ১০.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বজুড়ে মোট চাকরির প্রায় দশ ভাগের এক ভাগ সৃষ্টি করেছে। এ বিপুল অবদানই পর্যটন খাতকে টেকসই রূপান্তরের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার দায়বদ্ধতা দিয়েছে।