ড. মো. সিরাজুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি প্রকৌশলীদের প্রফেশনাল বডি, দি ইনস্টিটিটউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বাইয়েট) একজন সদস্যও। চলতি বছর জুনে তিনি ‘বাইয়েট’-এর প্রতিনিধি হিসেবে কারিগরি পেশার সর্বোচ্চ বৈশ্বিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স (আইইএ)’ কর্তৃক অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। ডিপ্লোমা প্রকৌশলীদের পাল্টাপাল্টি সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে কথা বলেছেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবরিনা স্বর্ণা
ডিগ্রি প্রকৌশলী ও ছাত্ররা সম্প্রতি আন্দোলন করছেন। আবার ডিপ্লোমাধারীরাও বিভিন্ন সময় নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেছেন। এখানে মূল দ্বন্দ্বটা কোথায়?
দ্বন্দ্বটা শুরু হয়েছে সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের সুবিধা প্রাপ্তির বিষয় নিয়ে। কারিগরি পেশায় কয়েকটি স্তর আছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশেও সেই রীতি মেনেই এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কিন্তু ডিগ্রি প্রকৌশলী ও ছাত্ররা মনে করেন যে সরকারি চাকরিতে ডিপ্লোমা টেকনোলজিস্টদের অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার ডিপ্লোমা প্রকৌশলীরাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি-দাওয়া সরকারের কাছে পেশ করছে।