বেশির ভাগ ডেঙ্গু রোগী মারা যাচ্ছে শক সিনড্রোমে: স্বাস্থ্য অধিদপ্তর

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১

দেশে বর্তমানে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, তাদের বেশির ভাগের মৃত্যুর কারণ শক সিনড্রোম। এসব রোগীর অর্ধেকের বেশি মারা যাচ্ছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে। দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গুর চারটি রূপ রয়েছে। সাধারণ হলো ডেঙ্গু জ্বর। যেখানে উচ্চ জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও ত্বকে র‌্যাশ দেখা দেয় এবং বেশির ভাগ রোগী এই পর্যায়েই সেরে ওঠেন। জটিল রূপ-ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ)। এতে শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হয়, মাড়ি, নাক বা মলদ্বার থেকে রক্ত পড়তে পারে, ত্বকে লাল দাগ দেখা দেয় এবং প্লাটিলেট দ্রুত কমে যায়। তরল জমে পেট ও ফুসফুসে সমস্যা তৈরি হতে পারে এবং চিকিৎসা না হলে শকের ঝুঁকি বাড়ে। সবচেয়ে ভয়ংকর রূপ হলো ডেঙ্গু শক সিনড্রোম (ডিএসএস)। যেখানে রক্তচাপ হঠাৎ নেমে যায়, হাত-পা ঠান্ডা হয়, শরীর ফ্যাকাশে হয়ে পড়ে, শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিডনি, লিভারসহ গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক সময়ে চিকিৎসকেরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের (ইডিএস) কথাও উল্লেখ করছেন। যেখানে হৃৎপিণ্ড, লিভার, কিডনি বা মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর অবস্থা দ্রুত জটিল হয়। বিশেষ করে যাদের কোমরবিডিটি (একাধিক দীর্ঘমেয়াদি রোগ) রয়েছে, তাদের ইডিএসের ঝুঁকি বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও