পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কথা

www.ajkerpatrika.com বিমল সরকার প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১

ইদানীং; কেবল ইদানীং কেন, অনেক আগে থেকেই আমার মনে একটি প্রশ্ন বারবার উঁকি দিয়ে ওঠে যে, আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থ কিংবা সমাজে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তা সঠিকভাবে উপলব্ধি করতে পারি? জানা আছে কিংবা জানা থেকে থাকলে মনে রাখতে পেরেছি এক একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা অথবা গড়ে তোলার প্রেক্ষাপট কী? আমার মনে হয়, এমন প্রশ্ন কেবল আমার একার নয়, দেশের সচেতন সব নাগরিকের।


২৩ ডিসেম্বর ২০১৯ থেকে ২৭ জানুয়ারি ২০২০ মাত্র ৩৬ দিনে (এক মাস ছয় দিন) তিন দফায় দুটি করে মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় বা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এরপর দেশের বিভিন্ন স্থানে একটি-দুটি করে হয়েছে নতুন আরও ছয়টি। অর্থাৎ গত ছয় বছরে (২০১৯-২৪) দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে মোট ১২টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও