চুলের যত্নে সরিষার তেল, যেভাবে ব্যবহার করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

বর্তমান প্রজন্মের কেউ যদি মাথায় সরিষার তেল মাখার কথা বলেন, অনেকেই মুখ বিকৃত করবেন। কারণ, এ তেল একটু ভারী ও চটচটে, তাই সরাসরি লাগালে অস্বস্তি হতে পারে। চলুন, জেনে নিই চুলের জন্য সরিষার তেল কেন উপকারী।


এ তেলে রয়েছে:


১। অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি, কে, ই। যা চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধ করে।


২। জিংক, বিটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।


৩। মাথার তালুতে মালিশ করলে রক্তসঞ্চালন বাড়ে, খুশকিও কমে যায়।


চুলে সরিষার তেল ব্যবহারের ঘরোয়া উপায়


১। পেঁয়াজের রস + সরিষার তেল
সমপরিমাণ পেঁয়াজের রস ও তেল মিশিয়ে মাথায় ভালো করে মালিশ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সালফার চুলের গোড়ায় পুষ্টি জোগায়, ফলে চুল পড়া কমে ও চুল ঘন হয়।


২। মেথি বাটা + সরিষার তেল
২ চামচ সরিষার তেলে ১ চা চামচ মেথি বাটা মিশিয়ে লাগান। ১ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহারে খুশকি কমে, চুল পড়া কমে ও পাকা চুলের সমস্যা হ্রাস পায়।


৩। কালিজিরা + সরিষার তেল
২ চামচ তেলে আধা চামচ কালিজিরা মিশিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে মাথায় মেখে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে চুল হবে ঘন, লম্বা ও কালো।


৪। দই + সরিষার তেল + মধু হেয়ার প্যাক
২ চামচ তেল, ৩-৪ চামচ টক দই ও ১ চামচ মধু মিশিয়ে মাথায় লাগান। ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করুন। চুল হবে নরম, মসৃণ ও হাইড্রেটেড।


৫। অ্যালোভেরা + সরিষার তেল হেয়ার প্যাক
২ চামচ তেল ও ৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। রুক্ষ, নিষ্প্রাণ চুলে প্রাণ ফেরাবে এই প্যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও