হৃদয়ের জায়গা নিয়ে প্রশ্ন, বাংলাদেশের বিকল্প ভাবনা!

ডেইলি স্টার প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯

'এখানের উইকেট বল করা খুব মজা', অনুশীলন মাঠে ঢুকতে ঢুকতে সাইফ হাসানকে বলছিলেন নাসুম আহমেদ। সাইফ অবাক হলেন, 'তাই!' কোন উইকেটে কেমন বল করা দরকার এসব নিয়ে সাইফের মাথা ঘামানোর কারণ দলে তার ভূমিকা। যে ভূমিকার কারণে তাওহিদ হৃদয়ের ছন্দহীনতার পরিস্থিতিতে তিনি কিছুটা এগিয়ে। 


খুব দীর্ঘ বা তীব্র না, মোটামুটি মাঝারি গোছের নেট করে তাওহিদ হৃদয় ফিরলেন টেন্টে। চ্যালেঞ্জিং আবহাওয়ায় ঘেমেনেয়ে একাকার হয়ে ক্লান্ত শরীরের সঙ্গে চিন্তার রেখাও ফুটে উঠল। সতীর্থ তানজিম হাসান সাকিবের সঙ্গে ভাগ করছিলেন ব্যাট করার সময়ের অভিজ্ঞতা। 


ডানহাতি হৃদয় খুব চাপে আছেন নির্দ্বিধায় বলা যায়। টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে তার ব্যাটে ফিফটি নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সর্বশেষ যে ইনিংস খেলেছেন সেটা তার একাদশে থাকার জায়গায় বড় প্রশ্ন তৈরি করেছে। সাদামাটা ডাচ স্পিনারদের বলে খাবি খেয়ে ১৪ বলে ৯ রান করে আউট হন তিন তিনি। 


এর আগে পাকিস্তান বা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তাকে ঠিক সাবলীল মনে হয়নি। টপ অর্ডারের এনে দেওয়া ভালো শুরু মিডল অর্ডারে মোমেন্টাম হারিয়ে ফেলার পেছনে তার খোলসবন্দি অ্যাপ্রোচেরও দায়। 


মঙ্গলবার আবুধাবির ওভাল-১ অনুশীলন গ্রাউন্ডে বাংলাদেশ দলের স্কিল অনুশীলন শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পর, তাপ তখন কমে গিয়ে কিছুটা সহনীয় পরিবেশ। আবহাওয়ার সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হয়, কীভাবে মাংসপেশিকে সবল রাখা যায় এই নিয়ে এসব কন্ডিশনিং কোচের কার্যক্রমের পর শুরু হয় স্কিল অনুশীলন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও