You have reached your daily news limit

Please log in to continue


আজ ৫ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৫ সেপ্টেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ যেকোনো দিক থেকে আয় হতে পারে। কর্মস্থলে দক্ষতার জন্য সুনাম পাবেন। কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কোনো প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। জীবন সম্পর্কে আশাবাদ অব্যাহত রাখুন।

মিথুন (২১ মে-২০ জুন): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। বৃদ্ধিমত্তা ও কঠিন পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। ফাঁকা সময়টা আপনজনের সঙ্গে কাটান। প্রিয়জনকে সময় দিন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): উদ্বেগের মধ্যে কোনো সুযোগ পেতে পারেন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। চোখ-কান খোলা রাখুন। সুস্থ থাকুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): সামাজিক যোগাযোগ বাড়বে। আপনার ইতিবাচক মনোভাব নিজের চারপাশের মানুষকে মুগ্ধ করবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করা ঠিক হবে না। গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। অর্থপ্রাপ্তিতে দেরি হবে। পেশাজীবীরা অপছন্দের কাজ থেকে বিরত থাকুন। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। কোনো শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। প্রেম-প্রণয় শুভ। চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। কর্মস্থলে চিন্তা থাকবে না। আনন্দ থাকবে। কোনো কর্মপ্রচেষ্টায় এগোতে পারেন। আগের তুলনায় মানসিক চাপ কমবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। ভাই সম্পর্কের কারো কাছ থেকে উপকার পেতে পারেন। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি হবে। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে আনতে পারবেন। ভ্রমণ শুভ।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো কাজে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। সঠিক সময়ে কাজ সম্পন্ন না-ও হতে পারে। কর্মক্ষেত্রে আগের জটিলতা দূর হবে। বুদ্ধিবলে পাওনা আদায়ের চেষ্টা সফল হতে পারে। সবার সঙ্গে সম্ভাব বজায় রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। আগের কোনো সমস্যা সমাধান হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কাজের দিকে মনোনিবেশ করুন এবং নিশ্চিত করুন যে আপনি সেরা আউটপুট দিচ্ছেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। নিজের ওপর আস্থা রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন