You have reached your daily news limit

Please log in to continue


সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় ইউনূসের: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি আগামী দিনে ড. ইউনূস সাহাবুদ্দীনের আমলের চেয়ে ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতার দায়ভার ড. ইউনূসের ওপরই আসবে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে এসপি ও ওসি বদলির প্রস্তাব করেছেন। তবে যাঁরা, ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে জড়িত ছিলেন, সেসব পুলিশ কর্মকর্তার নাম যেন লটারিতে না থাকে।

সভায় তিনি প্রশ্ন তোলেন—যাঁরা হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, সেসব কর্মকর্তা এখনো পুলিশে আছেন কি না। তিনি বলেন, এই সরকার যদি সাহাবুদ্দীনের আমলের চেয়ে ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতা ড. ইউনূসের ওপরই আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন