প্রথম নারী ভিপি জাহানারা আখতারকে কতটা মনে রেখেছে ডাকসু?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৭

ডাকসু ভবনের সংগ্রহশালার লম্বা কাষ্ঠফলক দেখে ভ্রূ কুঁচকে যেতে পারে অনেকের; সেই ষাটের দশকের উত্তাল সময়ে জ্বলজ্বল করছে তিন নারীর নাম- জাহানারা আখতার, মতিয়া চৌধুরী আর মাহফুজা খানম।


ডাকসুতে নেতৃত্ব দেওয়া এই শিক্ষার্থীরা নাম লিখিয়েছিলেন তখনকার বৃহৎ ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শত বছরের ইতিহাসে- শীর্ষ নেতৃত্বে আর কোনো নারীর নাম জানা যায় না।


ডাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যে গত ১২ অগাস্ট মাহফুজা খানমের মৃত্যু হয়। ছয় দশক আগেই ছাত্র সংসদে নারীরা যে নেতৃত্ব দিয়েছেন, সেই এগিয়ে যাওয়ার কথা সামনে আসে এই শিক্ষকের বিদায়ে।


তিন নারী নেতার মধ্যে দুজনের বিষয়ে জানা গেলেও প্রথম নারী ভিপি (সহ-সভাপতি) জাহানারা সম্পর্কে জানা যাচ্ছে কমই। ডাকসুর সংগ্রহশালার ফলকে নাম থাকলেও আর কিছু সেখানে নেই। ডাকসুর সাবেক নেতা বা গবেষকরাও তেমন কিছু বলতে পারছেন না।


সংগ্রহশালায় ভিপি ও জিএসের (সাধারণ সম্পাদক) যে তালিকা রয়েছে, তাতে উল্লেখ করা আছে- বেগম জাহানারা আখতার ১৯৬০-৬১ শিক্ষাবর্ষে ভিপি হন। দুই বছর বাদে (১৯৬৩-৬৪) প্রথম নারী জিএসও পায় ডাকসু। ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরী এ রেকর্ড গড়ার আগে ছাত্ররাজনীতিতে নাম লেখান। ১৯৬১-৬২ সালে ইডেন কলেজে ভিপি হয়েছিলেন তিনি।


আর মাহফুজা খানম ডাকসুর ভিপি ছিলেন ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান স্নাতকোত্তর শেষে তিনি লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তখন তাকে পাসপোর্ট দেয়নি পাকিস্তান সরকার। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী মাহফুজা শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও