নুরকে লাঠিপেটা: জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ২১:৫৭

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মারধরের ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়ে জাতীয় পার্টিকে ‘বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ’ করার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


শনিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, “ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট জাতীয় পার্টিকেও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাই। জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।


“ড. ইউনূসের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সরকার যেসব প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে, তার কিছুই এখনো বাস্তবায়ন করতে পারেনি। পুলিশ বাহিনীর কোনো দৃশ্যমান সংস্কারও হয়নি। এখনও পুলিশ আগের মতো ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ইউনূস সরকারের জন্য চরম লজ্জার বলে আমরা মনে করি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও