ডাকসু নির্বাচন: খণ্ড খণ্ড বামপন্থিরা ভোটযুদ্ধে টিকবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভক্ত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করছে বাম ধারার ছাত্র সংগঠনগুলো; এই সংগঠনগুলো থেকে প্যানেল গঠনের পাশাপাশি স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছেন কেউ কেউ।


অন্তত তিনটি প্যানেল থেকে ভোটের মাঠে নামা বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, পৃথকভাবে ভোট নামার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি।


নিজেদের মধ্যে বিভক্তির এই রেষ ভোটের মাঠে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে নেতাদের রয়েছে ভিন্নমত। কারও মনে হচ্ছে, ভোটে অবশ্যই কিছু প্রভাব ফেলবে। ‘বিন্দুমাত্র’ প্রভাব পড়বে না বলে মত কারও কারও।


এক বছর মেয়াদী ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে। ছয় বছর আগের সে নির্বাচনে বাম ধারার ছাত্র সংগঠনগুলো যেমন বিভক্ত ছিল, এবারও তাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও