বাসা–কারখানা–কোচিং–ছাদেও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়
সরু গলির শেষ মাথায় পুরোনো ও জংধরা টিনের কয়েকটি ঘর। প্রতিটি ঘর এক কক্ষের। খেটে খাওয়া মানুষ অল্প টাকায় এসব ঘর (ছাপরা হিসেবে পরিচিত) ভাড়া নিয়ে সংসার পেতেছেন। এর মধ্যে একটি ঘর অবশ্য ব্যতিক্রম। সেখানে কেন্দ্রীয় কার্যালয় খুলেছে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হওয়া ২২টি দলের মধ্যে অন্যতম জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ)।
রাজধানীর কল্যাণপুরের ১৩ নম্বর সড়কে ওই টিনের ঘর থেকেই রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে দলটি। নিবন্ধনের যোগ্য বিবেচিত হওয়া আরেকটি দল ‘বাংলাদেশ সলুশন পার্টি’। তাদের কেন্দ্রীয় কার্যালয় গাজীপুরের কাপাসিয়ার গ্রামে পোশাক তৈরির একটি ছোট কারখানায়। এই কারখানা অবশ্য এখন বন্ধ আছে। অন্যদিকে বাংলাদেশ বেকার সমাজ (বাবেস) তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে যে ঠিকানা দিয়েছে, সেটি আসলে দলটির সভাপতির ছেলের বাসা।
যোগ্য বিবেচিত হওয়া ২২টি দলের বিষয়ে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত তিন দিন সরেজমিনে তথ্য সংগ্রহ করেছে প্রথম আলো। এই দলগুলো কেন্দ্রীয় কার্যালয়ের যে ঠিকানা নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নিবন্ধন আবেদনে উল্লেখ করেছে, তার প্রতিটি পরিদর্শন করেছে প্রথম আলো। এর মধ্যে ১৯টি দলের কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকায়। বাকি তিনটি দলের কার্যালয় সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কাপাসিয়ায়। দলগুলোর কার্যালয় পরিদর্শন, নেতাদের বক্তব্য নেওয়া ও তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন প্রথম আলোর তিনজন প্রতিবেদক ও দুজন প্রতিনিধি।
নিবন্ধন আবেদনে ২২টি দল যে ঠিকানা দিয়েছে, তার মধ্যে ৪টির কেন্দ্রীয় কার্যালয় আবাসিক ভবনে বা বাসাবাড়িতে। এ ৪টি দল হলো বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ) এবং জনতার দল।
২টি দলের দেওয়া ঠিকানায় গিয়ে কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে নতুন বাংলাদেশ পার্টি মালিবাগ চৌধুরীপাড়ার যে ঠিকানা নিবন্ধন আবেদনে উল্লেখ করেছে, সেই ভবনের কেউ দলটির কথা জানেন না। পরে দলটির চেয়ারম্যান মেজর (অব.) সিকদার আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, মালিবাগের কার্যালয় নেওয়া হয়েছিল দলের এক কর্মীর মাধ্যমে। রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ভাড়া নেওয়ার বিষয়টি ভবনমালিককে জানানো হয়নি। এ নিয়ে ভবনমালিক আপত্তি তুললে সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয় ইসিবি চত্বরের একটি ভবনে স্থানান্তর করেছেন। বিষয়টি চিঠি দিয়ে ইসিকে অবহিত করা হয়েছে।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক দল
- প্রধান কার্যালয়