ডাকসু নির্বাচনের ভোট গতানুগতিক পদ্ধতিতে কেন

প্রথম আলো মো. ইমরান আহম্মেদ প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ২২:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। কেননা, যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্যই ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নেই ভূমিকা রাখে না, বরং এটি আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলারও একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর প্রকৃত দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে তাদের কাজকর্মের বেজায় তফাত আছে, তবুও একটি নরমেটিভ জায়গা বিবেচনা করে ভবিষ্যতে ভালো কিছু হবে, সেই প্রত্যাশা করি।


ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। মিডিয়ার খবর থেকে জানা যায়, এবারের ডাকসু নির্বাচনের জন্য প্রতিটি হলভিত্তিক ভোটকেন্দ্র ছাড়াও আরও ছয়টি অতিরিক্ত ভোটকেন্দ্র করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও