
আহারে সাদা পাথর! কত লোভী, মূর্খ আমরা
সিলেটের সাদা পাথর শুধু একখণ্ড প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এই সম্পদকে ঘিরে গড়ে উঠেছে স্থানীয় মানুষের জীবিকা, পর্যটনের সম্ভাবনা ও প্রাকৃতিক ভারসাম্যের প্রতীকী রূপ। অথচ এই সম্পদ দিনের আলোয় প্রকাশ্যে চুরি হয়ে গেছে, লুটপাট চলেছে নির্লজ্জভাবে। পরিবেশ বিধ্বংসী সাদা পাথর লুটের ঘটনা আমাদের প্রশাসনিক মূর্খতা ও স্থানীয় রাজনৈতিক শূন্য নৈতিকতার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত।
সিলেটের সাদা পাথর এক অনন্য সৌন্দর্য ও জীববৈচিত্র্যের আধার। এটা আমাদের একটি জাতীয় সম্পদ। এই প্রাকৃতিক ভান্ডারকে রক্ষা করা ছিল আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে ঘটে যাওয়া সাদা পাথর লুট প্রমাণ করেছে আমরা কেবল দায়িত্বহীন নই, বরং পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে মূর্খতার চরম নজিরও স্থাপন করেছি। সংবাদে শিরোনাম হয়ে এসেছে স্থানীয় প্রশাসনের রহস্যজনক উদাসীনতায় স্থানীয় নেতা, লোভী কিছু মানুষের ঐকমত্যে সাদা পাথর লুটের মচ্ছব চালানো হয়েছে।
তবে কিছু সাদামনের স্থানীয় মানুষ বলেছেন, আহারে সাদা পাথর! তোদের কপালেও চুরি-হাইজ্যাকের থাবা বসলো। চুরি হওয়া সাদা পাথর চোরেরা লুকিয়ে ফেলেছে। কেউ মাটিতে পুঁতে রেখেছে, কেউ বা পুকুরে ডুবিয়ে রেখেছে! পরিবেশ উপদেষ্টা দেখে যাওয়ার দশদিন পর এখন সেগুলো উদ্ধার করার তৎপরতা চলছে। আবার ভোলাগঞ্জের সেই স্থানে পাথর প্রতিস্থাপন করার চেষ্টা চলছে। কিন্তু উদ্ধার করা নোংরা হওয়া ভিন্ন রঙের ম্লান পাথর আগের সাদা পাথরের মতো আর চক্ চক্ করছে না। কাকচক্ষুর মতো টলটলে পানির পাশে সাদা পাথরের ওপর ক্যামেরার ঝিলিক আসছে না। এসব দেখে পর্যটকরা ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলছেন কত লোভী, মূর্খ আমরা সবাই!
তবে চারদিকে এ ঘটনার বিশ্লেষণ হচ্ছে নানাভাবে। প্রথমত, সাদা পাথরের লুট কোনো হঠাৎ ঘটে যাওয়া অপরাধ নয়। এটি পরিকল্পিত, সংগঠিত ও দীর্ঘদিন ধরে চলমান এক প্রক্রিয়া। প্রশাসনের ভূমিকা এখানে সবচেয়ে প্রশ্নবিদ্ধ। অবৈধ উত্তোলনের সরঞ্জাম, শত শত ট্রাক, ডাম্পার, আর হাজার হাজার শ্রমিকের আনাগোনা গোপন ছিল না। এটি রাতের অন্ধকারে কোনো ক্ষুদ্র চুরি নয়; দিনের আলোয় প্রকট এক লুটপাট। প্রশ্ন হচ্ছে, এ সবকিছু চোখে না পড়ার মতো ছিল? নাকি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিলেন? হয়তো কারও আশীর্বাদ, কারও আর্থিক স্বার্থ বা কারও রাজনৈতিক আনুগত্য এই নীরবতার আড়ালে কাজ করেছে।
- ট্যাগ:
- মতামত
- অনিয়ম ও দুর্নীতি